1

আল্লাহ পবিত্র কোরানে ইরশাদ করেন,

وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ ﴿80﴾ إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِنْ دُونِ النِّسَاءِ بَلْ أَنْتُمْ قَوْمٌ مُسْرِفُونَ ﴿81﴾ (الأعراف: 80-81)

এবং লুতকেও পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, ‘‘তোমরা এমন অশ্লীল কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কাম-তৃপ্তির জন্য নারী বাদদিয়ে পুরুষের নিকট গমন কর, তোমরা তো সীমালঙ্গনকারী সম্প্রদায়।(আরাফ; ৮০-৮১)

রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

من وجدتموه يعمل عمل قوم لوط فاقتلوا الفاعل والمفعول. (رواه الترمذى:1276)

তোমরা কাউকে লূত সম্প্রদায়ের কাজ (সমকাম) করতে দেখলে যে করে এবং যার সাথে করা হয় উভয়কে হত্যা কর। (তিরমিযি:১২৭৬)

রাসূল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন,

لا ينظر الله إلى رجل اتى رجلا او إمرآة في الدبر. (الترمذي:1086 صحيح الجامع)

আল্লাহ তাআলা ঐ ব্যক্তির প্রতি দৃষ্টি দিবেন না, যে কোন পুরুষের সাথে সমাকামিতায় লিপ্ত হয় অথবা কোন মহিলার পিছনের রাস্তা দিয়ে সহবাস করে।(তিরমিযি , সহিহ আল জামে)

আল্লাহ আমাদের সবাইকে এমন ঘৃণ্য কবিরা গুনাহ থেকে দূরে থাকার তাওফিক দান করুন। আমিন।

Post a Comment

 
Top