0

আরবি হাদিস
وَعَنْ أَبي الدرداء رضي الله عنه: أنَّه سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُوْلُ: «مَا مِنْ عَبْدٍ مُسْلمٍ يَدْعُو لأَخِيهِ بِظَهْرِ الغَيْبِ إِلاَّ قَالَ المَلَكُ: وَلَكَ بِمِثْل» . رواه مسلم

বাংলা অনুবাদ
আবূ দরদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন, “যখনই কোন মুসলিম বান্দা তার ভাইয়ের জন্য পশ্চাতে অদৃশ্যে দোয়া করে, তখনই তার (মাথার উপর নিযুক্ত) ফেরেশতা বলেন, আর তোমার জন্যও অনুরূপ।”

[মুসলিম ২৭৩২, ২৭৩৩, আবু দাউদ ১৫৩৪, ইবন মাজাহ ২৮৯৫, আহমদ ২১২০০, ২৭০১০]

Post a Comment

 
Top